অগ্রিম টিকিটে ঈদের ট্রেন যাত্রা শুরু হয়েছে। গতকাল প্রথমদিনে বেশ কিছু ট্রেনে পরিপূর্ণ যাত্রী থাকলেও ২-৩টি ট্রেনে কিছু আসন খালি ছিল। আজ ঈদ যাত্রার দ্বিতীয় দিনে প্রতিটি ট্রেন যাত্রীতে ভরপুর থাকবে বলে জানান স্টেশন ম্যানেজার। আজ প্রতিটি ট্রেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য যুক্ত হবে বাড়তি বগি। এদিকে চট্টগ্রাম-চাঁদপুর রুটে প্রতি বছরের মতো এবারও দুই জোড়া বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ে। ঈদের আগে কাল ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত প্রতিদিন চাঁদপুর স্পেশাল-১ ও ২ চলবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে।
এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, ঈদে চাঁদপুর রুটে যাত্রী বেশি থাকে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রতি বছর এই রুটে স্পেশাল ট্রেন চালু করে। এবার বিশেষ ট্রেন চাঁদপুর স্পেশাল-১ ও ২ চলবে ২৯ এপ্রিল থেকে চলবে। প্রতিদিন দুটি ট্রেন দুইবার যাবে-দুইবার আসবে। একটি ট্রেন সকাল সাড়ে ১১টায় ছেড়ে যাবে। অন্যটি বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যাবে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রীম টিকিট বিক্রির প্রথম ট্রেন যাত্রা ছিল গতকাল। অগ্রিম টিকিটের ১০টি আন্তঃনগর ট্রেনে যথা সময়ে ঈদের অগ্রিম টিকিটের যাত্রীদের নিয়ে চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে। গতকাল সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেস, সকাল ৭টা ২০ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস, সকাল ৮টা ৩০ মিনিটে চট্টলা এক্সপ্রেস, সকাল ৯টা ২০ মিনিটে বিজয় এক্সপ্রেস, বেলা ১২টা ৩০ মিনিটে মহানগর এক্সপ্রেস, বিকেল ৩টায় মহানগর গোধূলি, বিকেল ৫টায় সোনার বাংলা, বিকেল ৫টা ১৫ মিনিটে মেঘনা এক্সপ্রেস, রাত ৯টা ৪৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস এবং সর্বশেষ রাত ১১টায় তুর্ণা নিশিতা ছেড়ে গেছে।
এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেস এবং রাত ১১টায় তুর্ণা নিশিতাসহ মিলে মোট ১০টি আন্তঃনগর ট্রেনে ঈদের অগ্রিম টিকিটের যাত্রীদের নিয়ে যথাসময়ে চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে। কোন ট্রেনে বিলম্ব হয়নি। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছি। এদিকে গতকাল অগ্রীম টিকিট বিক্রির শেষ দিনে যাত্রীদের দেওয়া হয়েছে ১ মের টিকিট। সকল থেকে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল। দুপুর পর্যন্ত যাত্রীরা লাইন ধরে ট্রেনের টিকিট নিয়েছেন।