টেরীবাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্ট গতকাল চর চাকতাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৯ নং বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম মিয়া। উদ্বোধক ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবদুল মান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন টেরীবাজার ব্যবসায়ী সমিতি’র ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক, সমিতি’র ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক ইশতিয়াক উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, মোঃ লিয়াকত আলী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, অর্থ সম্পাদক আবু তাহের, আইন বিষয়ক সম্পাদক আজগর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইশতেহাদ হোসেন রাজীব, দপ্তর সম্পাদক বক্কর বিন ইসলাম, অডিটর সম্পাদক অধ্যক্ষ মাওঃ ইমরানুল হক সাইয়েদ, ফজল আহমদ, আবুল কালাম কালু, কার্যনির্বাহী সদস্য মো. মনজুর এলাহী, মো. দিদারুল আলম প্রমুখ। প্রথম খেলায় সি ব্লক ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে বি ব্লক আলোড়ন ফুটবল একাদশ । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ লাভ করেন সি ব্লক ব্রাদার্স ইউনিয়ন মো. আব্বাস।












