নগরের সিআরবি এলাকায় গত সোমবার আধুনিক ‘পোট হোল পেচার’ বা ‘রোড মেইনটেনেন্স ট্রাক’ দিয়ে সড়ক সংস্কার শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার দেখা গেছে, একই এলাকায় পুরনো তথা ম্যানুয়ালি পদ্ধতিতে সংস্কার কাজ করা হচ্ছে। এ অবস্থায় একদিনের মাথায় ‘রোড মেইনটেনেন্স ট্রাক’ ব্যবহার বন্ধ নিয়ে প্রশ্ন তুলেন স্থানীয়রা। এ বিষয়ে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক দৈনিক আজাদীকে বলেন, বাংলাদেশে প্রথম এসেছে প্রযুক্তিটি। নানা টেকনিক্যাল বিষয় বুঝতে কিছুটা সময় লাগবে। তাছাড়া মেশিনটিতে যে ইমালশন ব্যবহার করা হয় তা ঠিকদার প্রতিষ্ঠান অল্প পরিমাণ সরবরাহ করে। আগামী পরশু পর্যাপ্ত আসবে। এরপর জোরালোভাবে