টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

টেকনাফের পাহাড় থেকে অপহরণকারী চক্র শফি বাহিনীর সেকেন্ড কমান্ডার মো. নুরের (২৫) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পিছনের শাল বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মো. নুর টেকনাফ রেজিস্ট্রার ক্যাম্পের সিব্লকের বাসিন্দা। তিনি রোহিঙ্গা ডাকাত মো. শফির সেকেন্ড কমান্ডার।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার যুবক রোহিঙ্গা ডাকাত মো. শফি বাহিনীর সেকেন্ড কমান্ডার হিসাবে পরিচিত। অভিযোগ রয়েছে তিনি অপহরণ ও ডাকাতির সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার বা দলীয় কোন্দলের কারণে এই ডাকাত হত্যার শিকার হয়েছেন।

স্থানীয়রা জানান, টেকনাফের পাহাড়ি এলাকায় বহু বছর ধরে অপহরণ ও ডাকাতির রামরাজত্ব চলে আসছে। এসব অপরাধের অধিকাংশই রোহিঙ্গা সন্ত্রাসীরা জড়িত। তার মধ্যে শীর্ষ অপহরণকারী ও ডাকাতদল হল শফি বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে অস্ত্র-গুলি উদ্ধার
পরবর্তী নিবন্ধকাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত