টেকনাফে ৫ কোটি ৬৭ লাখ টাকার আইস-ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৫ কোটি ৬৭ লাখ টাকার মূল্যমানের ১ কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের সম্মানঘাট সংলগ্ন নাফনদীর তীর থেকে আইস ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, বুধবার ভোরে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ ও ১৪ মাঝ বরাবর সম্মানঘাট এলাকা সংলগ্ন নাফ নদী দিয়ে একজন লোককে বাংলাদেশের অভ্যন্তরে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে টহলদল। উক্ত ব্যক্তিকে টহলদল চ্যালেঞ্জ করে কিন্তু বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি তার হাতে থাকা একটি পোটলা ফেলে রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগে নাফ নদীতে লাফ দিয়ে সাঁতার দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী চালিয়ে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি পোটলা উদ্ধার করে। ওই পোটলার ভিতর থেকে ১ কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৬৭ লাখ টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা ব্যাংকের ডিএমডি হলেন আখলাকুর রহমান
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জাপান সফর হতে পারে এপ্রিলে