টেকনাফে নুরুল আলম নামের একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব–১৫ সদস্যরা। সে টেকনাফ সদরের দক্ষিণ লম্বরী গ্রামের মৃত ইউনুছের ছেলে। গতকাল সোমবার টেকনাফের লেঙ্গুরবিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব–১৫ কক্সবাজার অফিস গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার দক্ষিণ ক্ষিণ লম্বরী গ্রামস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কতিপয় অপরাধী বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য ঘোরাফেরা করছে। তাৎক্ষণিকভাবে র্যাব–১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছলে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে। এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্ল্লাশি করে ২ টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং পর্যটন নগরী কঙবাজারে আসা বিভিন্ন পর্যটকদের টার্গেট করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে থাকে। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কর্ণফুলী মডেল থানায় একটি মাদক মামলা রয়েছে। র্যাব–১৫ কঙবাজার অফিসের সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।