পোর্ট সিটি ইউনিভার্সিটিতে সেমিনার

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

 

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সে সেল (আইকিউএসি) এর অধীনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল বক্তা ছিলেন চবি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর বিন সরওয়ার। তিনি আধুনিক যুগে মানুষের সাথে প্রকৃতি ও সৃষ্টিকর্তার গভীর সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত সকলকে প্রকৃতির মাঝে নিজের অস্তিত্বকে খুঁজে পেতে অনুপ্রাণিত করেন। সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন পোর্ট সিটি ইউনিভার্সিিিটর ইংরেজি বিভাগের সমন্বয়ক অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক আতাউল্লাহ নূরী। ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. রাশেদ খান মিলনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সহকারী অধ্যাপক এ এস এম ইফতেখারুল আজম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানবীর (দ.) অবমাননা মুসলিম বিশ্ব সহ্য করবে না
পরবর্তী নিবন্ধটেকনাফে ছিনতাইকারী গ্রেপ্তার