টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় টমটমের দুই রোহিঙ্গার যাত্রীর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২০ জুন, ২০২২ at ১২:০২ অপরাহ্ণ

কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় টমটম গাড়ির দুই জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। তারা হলেন, টেকনাফ উনচিপ্রাং ২২নং ক্যাম্পের বাস্তচ্যুত মিয়ানমার নাগরিক মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা (৫০) ও মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।

সোমবার (২০ জুন) সকাল ৮ টার সময় হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান গাড়ির সাথে উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও ৪ জন।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, একটি কাভার্ডভ্যানে গাড়ির সাথে টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দু’জনের মৃত্যু হয়ছে। আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি এবং এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয় করছি বলেই হয়তো ভালো আছি : দিলারা জামান
পরবর্তী নিবন্ধপাইওনিয়র ফুটবল লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল স্থগিত