টেকনাফে অস্ত্র ও গুলিসহ নারী আটক

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২ জুন, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

টেকনাফে বিদেশি অস্ত্র ও গুলিসহ সাবিনা ইয়াছমিন নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার উত্তর লম্বরী পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাবিনা একই এলাকার মো. সরওয়ারের স্ত্রী। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর লম্বরী পাড়া এলাকায় সরওয়ারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি অস্ত্র ও ৭ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি সাবিনা ইয়াছমিনকে আটক করা হয়। ওসি আরও বলেন, আটক নারীসহ তার স্বামী দীর্ঘদিন যাবত ইয়াবা পাচারের সাথে জড়িত। তারা মাদক পাচারের সময় বিদেশি এই অস্ত্র ব্যবহার করে আসছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটক নারীকে কক্সবাজারের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধবিশ্ব দুগ্ধ দিবসে রাঙামাটিতে র‌্যালি