বিশ্ব দুগ্ধ দিবসে রাঙামাটিতে র‌্যালি

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২ জুন, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাঙামাটি শিশু পরিবারের শিশুদের হাতে গরুর দুধ তুলে দিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও প্রাণী সম্পদ বিভাগের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া। আগামীতে শিশু পরিবারের শিশুদের পুষ্টি চাহিদা পূরণে পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে বলে জানান। গতকাল মঙ্গলবার আয়েজিত অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বরুণ কুমার দত্ত, প্রাণী সম্পদ বিভাগের ডা. দেবরাজ চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘পরিবেশ, পুষ্টি এবং আর্থ সামাজিক ক্ষমতায়নের পাশাপাশি দুগ্ধ খাতে টেকসই উন্নয়ন’ স্লোগানে রাঙামাটি জেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ও রাঙামাটি জেলা দুগ্ধ খামারিরা উপস্থিত ছিলেন। শিশু পরিবারের শিশুদের খাওয়ানোর জন্য রাঙামাটি জেলার দুগ্ধ খামারিরা ৪০ কেজি দুধ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অস্ত্র ও গুলিসহ নারী আটক
পরবর্তী নিবন্ধসাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গামাঝি আটক