টেকনাফে অপহৃত রোহিঙ্গা উদ্ধার গ্রেপ্তার ১

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

টেকনাফে অপহৃত মো. আলম (৫৪) নামে এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে টেকনাফ উনচিপ্রাং ২২ নং ক্যাম্পের ডি/২ ব্লক সংলগ্ন কাঁটাতারের বাইরের পাহাড়ের চূড়া হতে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, ৯ মার্চ বিকালে উনচিপ্রাং ২২ নং ক্যাম্পের (ব্লক-এ/৩ ঘর-৭৩) আব্দুস সালামের ছেলে মো. আলমকে (৫৪) অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। ঘটনার সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধারের লক্ষে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স কয়েকটি টিমে বিভক্ত হয়ে সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে গত ১০ মার্চ তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত সাহাব মিয়া টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পুডিবনিয়া রইক্ষাং গ্রামের আবুল হোসেনের ছেলে। টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর মহিলা শ্রমিক লীগের র‌্যালি ও সভা
পরবর্তী নিবন্ধহাটহাজারী ফায়ার সার্ভিসের দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া