টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) আয়োজিত মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় দিন অতিবাহিত হয় গত রোববার। এদিন বিজয়ীদের হাতে ইয়েস কার্ড তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক নজরুল ইসলাম। টিসিজেএ মিলনায়তনে সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিসিজেএ সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব, সহ-সভাপতি আলী আকবর, সহ সাধারণ সম্পাদক এমরাউল কায়েস মিটু, অর্থ সম্পাদক মো. আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য সাইমুন আল মুরাদ, অমিত দাশ, নাছিরুল আলম, সুমন গোস্বামী, আবু জাহেদ, রবিউল হোসেন টিপু, হাসান উল্ল্যাহ, আসাদুজ্জান লিমন, আজিজুল কদির,রাজিব বড়ুয়া, শীতল মল্লিক, সেলিম উল্ল্যা, সাখাওয়াত হোসেন টিপু, মো. পারভেজ রাহমান, নাজিম উদ্দিন, মো. নুর জামাল আতিক। খেলায় ইয়েস কার্ড পান-ক্যারাম (একক) সাখাওয়াত হোসেন টিপু (সময় টিভি) রাজিব বড়ুয়া (একাত্তর টিভি) রবিউল হোসেন টিপু (মাছরাঙা টিভি), ক্যারাম (দ্বৈত) পারভেজুর রহমান (ডিবিসি নিউজ),সেলিম উল্ল্যাহ (চ্যানেল ২৪),লুডু (একক) সৈয়দ আসাদুজ্জামান লিমন (ডিবিসি নিউজ),লুডু (দ্বৈত)নাছিরুল আলম (যমুনা টিভি), দিপঙ্কর দাস বাবু (যমুনা টিভি)। মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারম, দাবা,লুডু সহ ৫টি ইভেন্টে টিসিজেএ’র ৪৪ জন সদস্য অংশ গ্রহন করেন। প্রেস বিজ্ঞপ্তি।