টিকা নেয়ার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না -ডা. এস এম তারেক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৩১ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান ডা. এস এম তারেক। টিকা নেয়ার পর কোনো সমস্যা হয়নি জানিয়ে তিনি বলেন, সবার টিকা নেওয়া উচিত। নিজের, সমাজের এবং দেশের স্বার্থে টিকা দেওয়া জরুরি। ১১ মাসের দুর্বিষহ অবস্থা থেকে বের হয়ে আসার এই স্বর্ণালী সুযোগ হাতছাড়া করা উচিত হবে না বলে উল্লেখ করেন ডা. তারেক।
তিনি টিকা প্রদান থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, টিকা দিয়ে বেশ ঝরঝরে লাগছে। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

পূর্ববর্তী নিবন্ধমাত্র ৫০টি দেশ টিকা দেয়া শুরু করতে পেরেছে -এস এম আবু তৈয়ব
পরবর্তী নিবন্ধ৭৮৬