মাত্র ৫০টি দেশ টিকা দেয়া শুরু করতে পেরেছে -এস এম আবু তৈয়ব

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান এস এম আবু তৈয়ব বলেছেন, পৃথিবীর মাত্র ৫০টি দেশ সোনার হরিণ করোনার টিকা দেয়া শুরু করতে পেরেছে। ভাবতেই মাথা উঁচু হয়ে যায় বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। টিকা নিতে নিতে ভাবছিলাম আমার দেশ আজ আর পিছিয়ে নেই। কতটা সামর্থ্য অর্জন করলে শুরুতেই করোনার টিকা পাওয়া যায়। নিজের বাহুতে টিকা দিয়ে তা উপলব্ধি করেছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এস এম আবু তৈয়ব বলেন, যতদিন ওই হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। তিনি সকলকে টিকা নেয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধটিকাই আমাদের রক্ষা করতে পারে -মিয়া আবদুর রহীম
পরবর্তী নিবন্ধটিকা নেয়ার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না -ডা. এস এম তারেক