টিকা নেওয়ার দুদিন পর করোনা আক্রান্ত পাক প্রধানমন্ত্রী

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। মাত্র দুদিন আগে তিনি করোনাভাইরাসের টিকা নেন। গতকাল শনিবার স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইটে এ খবর জানান। তিনি বলেন, বর্তমানে ইমরান খান বাড়িতে সেল্ফ আইসোলেশনে আছেন। তবে তার সংস্পর্শে আসা অন্য কেউ এই রোগে আক্রান্ত হয়েছেন কিনা বা আইসোলেশনে আছেন কিনা সে বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানায় রয়টার্স। খবর বিডিনিউজের।
টু্‌ইটারে ইমরানের অসুস্থতার খবর প্রকাশের পরপরই রাজনীতিক থেকে শুরু করে নানা অঙ্গনের তারকা এবং সাধারণ মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করা শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই #ইমরানখান টুইটারে শীর্ষ ট্রেন্ডে পরিণত হয়।
ইমরান (৬৮) আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার বরাত দিয়ে বলা হয়, পাকিস্তানে দিন দিন মহামারীর তৃতীয় ঢেউ তীব্র হচ্ছে। এ অবস্থায় কোভিড-১৯ সংক্রমণ আরো ছড়িয়ে পড়া আটকাতে দেশবাসীকে তিনি এ রোগের বিস্তার রোধে জারি করা নানা বিধিনিষেধ মেনে চলার অনুরোধ করেছেন।
গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ৩,৮৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়। মারা গেছেন ৪২ জন। এ অবস্থায় প্রধানমন্ত্রী ইমরান নিয়মিত নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। গত বৃহস্পতিবার টিকা গ্রহণের পরদিন তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে যান। প্রধানমন্ত্রী মালাকান্ড ইউনিভার্সিটির একটি অ্যাকাডেমি ব্লক উদ্বোধনের জন্য খাইবার পাখতুনখাওয়া গিয়েছিলেন। সেখানে তিনি মাস্ক না পরেই শিক্ষার্থীদের সমাবেশে বক্তৃতা দেন। একই দিন তিনি সোয়াত এঙপ্রেস ওয়ে টানেল উদ্বোধন করেন। পাকিস্তানে এখন পর্যন্ত ৬ লাখ ২৩ হাজার ১৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩ হাজার ৭৯৯ জন।
করোনার টিকা গ্রহণের পর মানবদেহে এ রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কয়েক সপ্তাহ সময় লেগে যায়। তাই টিকা গ্রহণের পরও যে কেউ করোনায় আক্রান্ত হতে পারেন। এ কারণে টিকা গ্রহণের পরও রোগ সংক্রমণের বিস্তার রোধে জারি করা সব নিয়ম মেনে চলতে বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘ক্যাসাব্লাঙ্কার’ জমকালো উদ্বোধন
পরবর্তী নিবন্ধমুজিব নামের আলোকশিখা