টিকা নিলেন সত্তরোর্ধ শিক্ষক মাহিন খান

বললেন, এই সুযোগটি সবার নেয়া উচিত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

চিটাগাং গ্রামার স্কুলের (সিজিএস) হেড অব আপার স্কুল মাহিন খান গতকাল মঙ্গলবার স্বামী শিক্ষাবিদ অধ্যাপক মোহিত উল আলমের সাথে চমেক হাসপাতালে গিয়ে টিকা নিয়েছেন। নিজের বয়স ৭০ বছরের বেশি এবং ডায়াবেটিস, কোলেস্টেরল এবং হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও তিনি আল্লাহর ওপর বিশ্বাস রেখে টিকা নিয়েছেন বলে জানান।
তিনি বলেন, ভ্যাকসিন নিলে একটি প্রটেকশন তো পাবই। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া বা খারাপ লাগার মতো কিছু ঘটেনি।
ত্রিশ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করা মাহিন খান বলেন, টিকা নিয়ে এসে শাওয়ার নিয়ে রান্না করেছি। রেস্ট নিইনি। তবুও আমার খারাপ লাগেনি। গত বছর হার্টে চারটি রিং বসানোর কথা স্মরণ করে তিনি বলেন, আমার মনে হয়েছে টিকা দেয়ার এই সুযোগটি সবারই গ্রহণ করা উচিত।

পূর্ববর্তী নিবন্ধরাজবন্দিদের মুক্তি আন্দোলনও চলছিল
পরবর্তী নিবন্ধটিকা কেন্দ্রে ভিড়