টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

আগামী ফেব্রুয়ারিমার্চে মাঠে গড়াবে টিটোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি আইসিসির সহযোগী সদস্য নেপাল ও ইতালি। গ্রুপ পর্ব পেরিয়ে দুই দল জায়গা নেবে কোয়ার্টার ফাইনালে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। একই দিনে মাঠে নামবে বাংলাদেশও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি৭ ফেব্রুয়ারিওয়েস্ট ইন্ডিজ, কলকাতা, ৯ ফেব্রুয়ারিইতালি, কলকাতা,১৪ ফেব্রুয়ারিইংল্যান্ড, কলকাতা,১৭ ফেব্রুয়ারিনেপাল, মুম্বাই। কোন গ্রুপে কোন দল: গ্রুপ ‘এ’ভারত,পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, গ্রুপ ‘বি’অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান, গ্রুপ ‘সি’বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি, গ্রুপ ‘ডি’সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত। ভারতের ৫টি ও শ্রীলঙ্কার ৩টি, সবমিলিয়ে ৮টি মাঠে হবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। ভারতের ভেন্যুগুলো হচ্ছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি ও মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়াম। এ ছাড়া শ্রীলঙ্কায় পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা ও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মেগা টুর্নামেন্টটির ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান যেহেতু ভারতে খেলতে যাবে না, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে। পাকিস্তান সেমিফাইনালে না উঠলে ম্যাচ দুটি হবে মুম্বাই ও কলকাতায়। পাকিস্তান সেমিফাইনালফাইনাল দুই ম্যাচের যোগ্যতা অর্জন করলে দুটি ম্যাচই হবে কলম্বোতে। অন্যথায় ফাইনাল গড়াবে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার এইটে উঠবে। সেখানে ৮ দল নিয়ে হবে দুটি গ্রুপ। সুপার এইটের গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। চার দলের লড়াইয়ে বিজয়ী দুই দল ফাইনালে লড়বে ৮ মার্চ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের প্রতিপক্ষ আজ মালয়েশিয়া
পরবর্তী নিবন্ধজেলা ফুটবল রেফারি এসো’র জার্সি উন্মোচন