টাইগারপাস রেলওয়ে কলোনিতে তিনমাস ধরে পানির সংকট চলছে। কলোনির বাসিন্দারা নিত্যনৈমিত্তিক কাজ সারতে বাইরে থেকে পানি কিনছেন। কলোনির বাসিন্দারা জানান, আগে একদিন পর পর পানি সরবরাহ দেওয়া হলেও গত তিনমাস যাবৎ চারদিন বা পাঁচদিন পর একদিন পানি সরবরাহ দেওয়া হচ্ছে। কলোনির বাসিন্দা সাজ্জাদ হোসেন মজুমদার সহ রেলওয়ের একাধিক স্টাফ জানান, কলোনিতে থাকা গভীর নলকূপ থেকে বাসাগুলোতে পানি সরবরাহ দেওয়া হয়। গত তিন মাস যাবৎ চার-পাঁচদিন পর একদিন পানি দেওয়া হচ্ছে। এতে বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এছাড়াও কলোনিতে অভ্যন্তরীণভাবে বিদ্যুতের লোডশেডিং চলছে বলেও অভিযোগ করেন বাসিন্দারা। কলোনির বাসিন্দা কলেজ শিক্ষার্থী আশরাফুল ইসলাম তুষার বলেন, একদিন দুইদিন হলে সমস্যা মেনে যাওয়া যায়। কিন্তু মাসের পর মাস পানি আর বিদ্যুতের সংকট মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান বাসিন্দারা।











