ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় মানিক জলদাস (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আবুতোরাব জলদাস পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মানিক জলদাস আবুতোরাব জলদাস পাড়ার মৃত বিরেন্দ্র জলদাসের ছেলে।

মানিক জলদাসের ছেলে রাজু জলদাস বলেন, আমার বাবা পক্ষাঘাতের রোগী ছিলেন। আমার চাচাত ভাই লক্ষণ জলদাসের সঙ্গে প্রতিবেশী শিশু জলদাসের ঝগড়া লাগলে তিনি ঝগড়া থামাতে যান। এ সময় শিশু জলদাসের ধাক্কায় আমার বাবার মৃত্যু হয়। আমরা এর বিচার চাই।

সিদাম জলদাস বলেন, শুক্রবার (গতকাল) দুপুরে একটি শিশুর জন্ম হয়। সে উপলক্ষে মানিক জলদাসের ভাইপো লক্ষণ জলদাসকে বাজনা বাজাতে জোর করেন শিশু জলদাশ। কিন্তু লক্ষণ বাজনা বাজাতে রাজি না হলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন তাদের ঝগড়া থামাতে মানিক জলদাস এগিয়ে গেলে শিশু জলদাস তাকে ধাক্কা দেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।

মীরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিক জানান, জলদাস পাড়ায় প্রতিবেশীর ধাক্কায় মানিক জলদাস নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।

পূর্ববর্তী নিবন্ধকাবিননামা জালিয়াতি চক্রের দুই সদস্য আটক
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ