জয়তু নারী ফুটবলার জয়তু দৈনিক আজাদী

ডেইজী মউদুদ | বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কি এক অসীম ভালোলাগা আর ভালোবাসার টানেই ছুটে গিয়েছিলাম জামাল খান চত্বরে। সেখানে বসেছিল যেন এক প্রাণের মেলা, প্রাণের বললে কম হবে, যেন তারুণ্যের উপচেপড়া উচ্ছ্বাসে হাজার মানুষের বন্যা। উপলক্ষ সাফ ফুটবল বিজয়ী পাঁচ তারকা নারী ফুটবলারদের সংবর্ধনার আয়োজন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর উদ্যোগে। এ যেন চট্টগ্রামবাসীর জন্য এক বিশাল পাওনা। তৃণমূল থেকে উঠে আসা এই ৫ তরুণী সাফ ফুটবলে বিজয়ের মুকুট এনে এক বিশ্বরেকর্ড গড়লো, এই বিজয়ে তারা ইতিহাসের অংশ হয়েই থাকবে, নি:সন্দেহে। কিন্তু এই বিজয়ীনিদের সংবর্ধনা প্রদান করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো দৈনিক আজাদী, ‘আঁরার মাঁইয়া আঁরার গর্ব’ এই শিরোনামে মঞ্চে সংবর্ধিত হলো। চট্টগ্রামের অভিভাবক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, প্রথম লায়ন্স নারী গভর্নর এবং চিটাগাং উইম্যান চেম্বারের সাবেক প্রেসিডেন্ট কামরুন মালেক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, নির্বাহী সম্পাদক শিহাব মালেক কি এক গভীর আন্তরিকতায় তাদের বরণ করলেন। অতি অল্প সময়ের অনুষ্ঠান অথচ তার ব্যপ্তি কিংবা বিশালতা পাহাড়সম। পাহাড়ি কন্যারা এই আয়োজনের মধ্য দিয়ে পাহাড়সম সম্মান আর ভালোবাসা নিয়ে বাড়ি ফিরলো। তাদের চোখে বিশাল এই আয়োজনের আনন্দ আর দ্যুতির ছটা যেন বান ডেকেছিল, নগরবাসী আনন্দে উদ্বেলিত, উচ্ছেসিত এই পাঁচ তারকাকে মঞ্চে দেখতে পেয়ে। অনুষ্ঠানে নগরীর বিজ্ঞজনেরা মঞ্চ আলোকিত করেন। ফুলের মালা, ফুলের তোড়া, উপহার আর চেক প্রদান আর মুহূর্মুহু করতালিতে অপূর্ব মূর্ছনা রচিত হয়। বিশিষ্টজনেরা তাদের বক্তব্যে জয়িতাদের উষ্ণ অভিনন্দন জানান। এই অনুষ্ঠান এতো প্রাণভরে অনুভব করেছি তাই দুই কলম লিখে অনুভূতি প্রকাশের লোভ সামলাতে পারলাম, ধন্যবাদ আর কৃতজ্ঞতা আবারো দৈনিক আজাদীকে, অভিনন্দন আমাদের গর্বিত পাঁচ জয়িতাকে।

পূর্ববর্তী নিবন্ধত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসে চট্টগ্রামে বাড়ছে হৃদরোগী
পরবর্তী নিবন্ধমাদক মামলায় এএসআইয়ের ১৫ বছরের কারাদণ্ড