মাদক মামলায় এএসআইয়ের ১৫ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

মাদক মামলায় মো. আবুল বাশার নামে বি-বাড়িয়া জেলা পুলিশের সাবেক এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) ১৫ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার বৈশের কোর্ট এলাকার আব্দুল হামিদের ছেলে। গতকাল চট্টগ্রামের ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন। এ সময় পুলিশ কর্মকর্তা মো. আবুল বাশার কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্জ সহকারী হাফেজ আহম্মেদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দহাতীতভাবে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পুলিশ কর্মকর্তাকে ১৫ বছরের উক্ত সাজা দিয়েছেন।
আদালতসূত্র জানায়, ২০১৮ সালের ১৮ আগস্ট জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. আবুল বাশারকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালিন পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করলে বিচারক চার্জগঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধজয়তু নারী ফুটবলার জয়তু দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধওই শিক্ষিকাকে স্বপদে রাখাসহ তিন সুপারিশ