টেস্ট ক্রিকেটে কঠিন এক সময় পার করছে বাংলাদেশ। ঘরের মাঠে সবশেষ সিরিজে দুর্বল শক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। তবে সে সিরিজের পর বিদেশে খেলতে গিয়ে বেশ ভালই করেছে মোমিনুল-তামিমরা। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে দারুণ ব্যাটিং করে ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। আর সে প্রেরণা নিয়ে আজ আবার মাঠে নামছে বাংলাদেশ। এবার লক্ষ্য ম্যাচ জেতা। আর ম্যাচ জেতা মানে যে সিরিজও জেতা সেটাও বেশ ভালই জানা টাইগারদের। তাই লক্ষ্যের কথা পরিষ্কার জানিয়ে দিল বাংলাদেশ শিবির। আর সেটা অবশ্যই জয়। যদিও ড্র হওয়া প্রথম টেস্টে ব্যাটিংয়ে এগিয়ে ছিল লংকানরাই। তারপরও প্রথম টেস্টে ড্রয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দ্বিতীয়টি জিতে নিতে চায় বাংলাদেশ। হেড কোচ রাসেল ডমিঙ্গো গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বারবার এই কথাই বুঝাতে চাইলেন। আজ সেই পাল্লেকেলেতেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটার প্রথম দিনের খেলা শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থা অনেকটা গভীর সমুদ্রে পাল ছেড়া নৌকার মত। কোন দিকে যাবে, কোন তীরে ভিড়বে সেটাই যেন খুঁজে পাচ্ছেনা। গত পাঁচ বছর ধরে বিদেশে টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এর আগে পাঁচ টেস্ট খেলতে নেমে হারতে হয়েছে সবকটিতেই। তিনটিতে আবার ইনিংস ব্যবধানে। ভারত, পাকিস্তানের বিপক্ষে উড়ে যাওয়ার পর দেশের মাটিতে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। তার আগে আফগানিস্তানের মতো নবীন দলের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট হেরেছে বাংলাদেশ। এ সবের মাঝে পাল্লেকেলেতে প্রথম টেস্টের ড্রটা যেন স্বস্তি হয়ে এসেছে বাংলাদেশের জন্য।
প্রথম টেস্টের উইকেট ছিল পুরোপুরি ব্যাটসম্যানদের পক্ষে। আর সে উইকেটের সুবিধাটা বেশ ভালভাবেই কাজে লাগাতে পেরেছিলেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তামিম ইকবালরা। পরে ব্যাটিং উইকেটে গতিতে চমকে দিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। অনেকদিন পর শিষ্যদের এমন পারফরম্যান্সের কারণে আরেকটা টেস্ট খেলতে নামার আগে বড় স্বপ্ন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর চোখে। প্রথম ম্যাচের এমন পারফরম্যান্স টাইগার কোচকে সাহস দিচ্ছে জয়ের ঘোষণা দিয়ে পরের টেস্টে খেলতে নামার। টাইগার কোচ বলেন, আমরা এই সিরিজটা জিততে চাই। এটা আমাদের জন্য দারুণ অর্জন হবে। আমরা জানি এর জন্য অনেক ভাল খেলতে হবে। শ্রীলংকা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবুও আমরা প্রতিটা সেশনে ভাল করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছি। আমাদের লক্ষ্য বিদেশের মাটিতে সিরিজ জেতা। প্রথম টেস্টে একমাত্রও ওপেনার সাইফ হাসান ছাড়া বাকি সবাই ভাল করেছেন। প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচ জন পঞ্চাশের উপরে রান করেছেন। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম। তাই দলে কোন পরিবর্তন আনতে চাননা টিম ম্যানেজম্যান্ট। প্রথম টেস্টের দল নিয়েই সিরিজ জয়ের মিশন শুরু করতে চায় বাংলাদেশ। আগেই ধারণা করা হয়েছিল এই টেস্টের উইকেট অবশ্যই ভিন্ন হবে। যেখানে লংকানরাও চাইবে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জিততে। তাই লড়াইটা হবে এখানে ভিন্ন মেজাজে। আর সেটা মাঠে দেখাতে চায় টাইগাররা। দেশে ফিরতে চায় সিরিজ জিতে।