কবি ঠাকুর রবি,
প্রাণের আকুল ভালোবাসায়
আলোর মিছিল স্বপ্ন আশায়
পথ নির্দেশের ছবি।
পাহাড় ঘেমে ঝরনা নামে
দৃষ্টি নন্দন ছন্দ খামে,
কাব্য মোহন ধামে।
দেয় রতনে ভরি
হই সমৃদ্ধ পড়ি,গড়ি
সৌরভে তাই গৌরব করি।
জোছনা চাঁদের রবি,
তারার আকাশ ঝলক মারা
বাংলা ভাষার কবি।
এক নামে আজ চিনে বিশ্বে
ঠাকুর রবির সুনাম শীর্ষে
জ্বলছে প্রদীপ রঙে রঙিন
সাহিত্য অঙ্গনে বীর সে।