জেলা প্রশাসকরা ওয়াজ-মাহফিল নিয়ে কোনো পরামর্শ দেননি : প্রধান উপদেষ্টার কার্যালয়

| বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মতবিনিময় সভায় ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের পরামর্শ আসার যে খবর কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে সরকার প্রধানের দপ্তর। গতকাল মঙ্গলবার ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ এক ফেসবুক পোস্টে জানায়, সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসিদের নিয়ে বৈঠকে দুইজন জেলা প্রশাসক এবং একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও এমন কোনো আলোচনা কেউ করেননি। খবর বিডিনিউজের।

মঙ্গলবার কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ৬৪ জেলার ডিসি ও আট বিভাগের বিভাগীয় কমিশনারদের মতবিনিময় সভা হয়।

সেখানে ধর্মীয় ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে নির্বাচন আচরণবিধিতে স্পষ্ট নির্দেশনা যুক্ত করার পরামর্শ দেন দেশের বিভিন্ন জেলার ডিসিরা।

নাম প্রকাশ না করে দুজন ডিসিকে উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ ও উত্তেজনা বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একে ব্যবহার করছে প্রচারমঞ্চ হিসেবে। এ কারণে সংসদ নির্বাচন আচরণবিধিতে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধের স্পষ্ট বিধান থাকা জরুরি।

এমন তথ্য সত্য নয় জানিয়ে সিএ প্রেস উইং ফ্যাক্টস এক ফেসবুক পোস্টে বলা হয়, ওই সভায় জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, সেখানেও এ বিষয়ে কোনো মন্তব্য নেই। প্রধান উপদেষ্টার পুরো বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল পেইজে প্রকাশ করা হয়েছে, সেখানে ওয়াজমাহফিল বা রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে কোনো আলোচনা নেই।

পূর্ববর্তী নিবন্ধশততম টেস্ট খেলবেন মুশফিক, সিরিজ জিততে চায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধদিনব্যাপী নানা আয়োজনে চবির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন