চট্টগ্রাম জেলা পরিষদের চেক হস্তান্তর অনুষ্ঠান গতকাল বুধবার জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর নিকট ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। চন্দ্রনাথ ধামে শিব চতুর্দ্দশী ও দোল পূর্ণিমা তিথির মাহেন্দ্রক্ষণে পূজা অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য এ টাকা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সদস্য আ ম ম দিলসাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।