জেলা পরিষদ নির্বাচন কাল

ইভিএমে ভোটগ্রহণে প্রস্তুত ১৫ উপজেলা মোট ভোটারের ২৪৮৩ জনই ইউপি চেয়ারম্যান-মেম্বার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

আগামীকাল চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত ইভিএমে একটানা ভোটগ্রহণ চলবে ১৫ উপজেলায় ৩০ বুথে। এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এটিএম পেয়ারুল ইসলামের একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নারায়ন রক্ষিত। অপরদিকে ১৫ উপজেলায় ১৫টি সাধারণ সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের ৫ পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২৭৩০ জন ভোটার ১৫ উপজেলায় তাদের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করবেন ১ জন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ ও ৫ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একাধিক ইভিএম প্রস্তত রাখা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে থাকবে পর্যাপ্ত আইন-শৃখঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এবার সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে উপজেলার প্রত্যান্ত অঞ্চল। জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭৩০ জন। এর মধ্যে প্রার্থীদের জয়ের ক্ষেত্রে মূল ফ্যাক্টর হয়ে উঠেছেন চট্টগ্রামের ১৯১ ইউনিয়ন পরিষদের ২৪৮৩ জন চেয়ারম্যান-মেম্বার। এর মধ্যে ১৯১ জন ইউপি চেয়ারম্যান ও ২২৯২ জন ইউপি সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার রয়েছেন। চট্টগ্রামের ১৫ উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, ভোট কেন্দ্রের গোপনীয়তা রক্ষায় সিসিটিভি ক্যামরা বসানোর কাজ শেষ হয়েছে। ১১০ জন ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শেষ হয়েছে। ভোটগ্রহণের জন্য প্রতিটি উপজেলায় ১ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
জেলা পরিষদ আইন অনুযায়ী, জেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র ভোটার হবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর, ১৫ উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ১৫ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ও সকল পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরগণ। ২৭৩০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২০৯৩ ও মহিলা ভোটার সংখ্যা ৬৩৭ জন।
ওয়ার্ড সংখ্যা এবং উপজেলা পর্যায়ে ভোটার সংখ্যা : ১ নং ওয়ার্ড : মীরসরাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮২ ও মহিলা ভোটার ৫৫ জন। ২ নং ওয়ার্ড : সীতাকুণ্ড উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৪৪। এর মধ্যে পুরুষ ভোটার ১১১ ও মহিলা ভোটার ৩৩ জন। ৩ নং ওয়ার্ড : সন্দ্বীপ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫৯ ও মহিলা ভোটার ৪৮ জন। ৪ নং ওয়ার্ড : ফটিকছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৬৩। এর মধ্যে পুরুষ ভোটার ২০২ ও মহিলা ভোটার ৬১ জন। ৫ নং ওয়ার্ড : হাটহাজারী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৯২। এর মধ্যে পুরুষ ভোটার ১৪৭ ও মহিলা ভোটার ৪৫ জন। ৬ নং ওয়ার্ড : রাউজান উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৯৭। এর মধ্যে পুরুষ ভোটার ১৫১ ও মহিলা ভোটার ৪৬ জন। ৭ নং ওয়ার্ড : রাঙ্গুনিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১০। এর মধ্যে পুরুষ ভোটার ১৬১ ও মহিলা ভোটার ৪৯ জন। ৮ নং ওয়ার্ড : বোয়ালখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১২৭। এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ ও মহিলা ভোটার ৩০ জন। ৯ নং ওয়ার্ড : কর্ণফুলী উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯২। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ ও মহিলা ভোটার ২২ জন। ১০ নং ওয়ার্ড : পটিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৩৬। এর মধ্যে পুরুষ ভোটার ১৮১ ও মহিলা ভোটার ৫৫ জন। ১১ নং ওয়ার্ড : চন্দনাইশ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১১৮। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ ও মহিলা ভোটার ২৮ জন। ১২ নং ওয়ার্ড : আনোয়ারা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৫৪। এর মধ্যে পুরুষ ভোটার ১১৮ ও মহিলা ভোটার ৩৬ জন। ১৩ নং ওয়ার্ড : বাঁশখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৯৭। এর মধ্যে পুরুষ ভোটার ১৫১ ও মহিলা ভোটার ৪৬ জন। ১৪ নং ওয়ার্ড : সাতকানিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৩৬। এর মধ্যে পুরুষ ভোটার ১৮১ ও মহিলা ভোটার ৫৫ জন। ১৫ নং ওয়ার্ড : লোহাগাড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১২০। এর মধ্যে পুরুষ ভোটার ৯২ ও মহিলা ভোটার ২৮ জন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো ওয়ার্ডের কাউন্সিলর কোনো উপজেলায় ভোট দেবেন : চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ভোট দেবেন বোয়ালখালী উপজেলায়। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৩ থেকে ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলররা সীতাকুণ্ড উপজেলার ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। ১, ২, ৩, ৭ ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলররা ভোট প্রদান করবেন হাটহাজারী উপজেলার ভোট কেন্দ্রে। ৪ থেকে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলররা বোয়ালখালী উপজেলার শহর অংশের ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। ১৪ থেকে ২২ নং ওয়ার্ড ও ২৮ থেকে ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলররা ভোট প্রদান করবেন কর্ণফুলী উপজেলার শহর অংশের ভোট কেন্দ্রে। এছাড়া ২৭ নং ওয়ার্ড ও ৩৭ থেকে ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলররা আনোয়ারা উপজেলার ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ ওয়ার্ডের ৩ সদস্য : চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৩ উপজেলা থেকে সাধারণ ওয়ার্ডের ৩ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) ওয়ার্ডে প্রদীপ রঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম-৬ (রাউজান) ওয়ার্ডে কাজী আবদুল ওহার, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) ওয়ার্ডে আবুল কাশেম চিশতী। এই তিন ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট হবে না। চেয়ারম্যান এবং সংরক্ষিত ওয়ার্ডে ভোট হবে।
ম্যাজিস্ট্রেট ও আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী : জেলা পরিষদ নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে নিয়োজিত থাকবে সাত জনের ফোর্স। থাকবে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এছাড়াও নিয়োজিত থাকবেন বিজিবি, কোস্ট গার্ড, র‌্যাব-এর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।
নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের অস্ত্রসহ মোট তিন জন, আনসারের অস্ত্রসহ দুজন ও অঙ্গীভূত আনসারের দুজন; মোট সাত জন দায়িত্ব পালন করবেন। ৪ বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে দুই মাঝিকে কুপিয়ে খুন
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে শিশুর মৃত্যু