জেনারেল হাসপাতালে দুটি হাইফ্লো ন্যাসাল ক্যানুলা দিল পূর্বদেশ

| রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

মুমূর্ষ রোগীদের জরুরি চিকিৎসা সেবায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুটি হাইফ্লো-ন্যাসাল ক্যানুলা হস্তান্তর করেছে দৈনিক পূর্বদেশ। গতকাল শনিবার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও করোনা ইউনিটের প্রধান ডা. আব্দুর রবের হাতে হাই-ফ্লো-ন্যাজাল ক্যানুলা দুটি হস্তান্তর করেন দৈনিক পূর্বদেশ সম্পাদক ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। এ সময় হাসপাতালের চিকিৎসক মৌমিতা দাশ, ডা. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা বিভিন্নভাবে কাজ করছি। কোভিড-১৯ মোকাবেলা ও সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কোভিড রোগীদের দুর্ভোগ লাঘবে হাই-ফ্লো-ন্যাজাল ক্যানুলার গুরুত্ব থাকায় এ দুটি চিকিৎসা সামগ্রী দিয়েছি। অন্যান্য আরো কয়েকটি হাসপাতালেও হাই-ফ্লো-ন্যাজাল ক্যানুলা দিয়েছি। জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, নতুন দেয়া এ দুটিসহ চট্টগ্রামে বর্তমানে ১৭৩ টি হাই-ফ্লো-ন্যাজাল ক্যানুলা আছে। এরমধ্যে সরকারি হাসপাতালে আছে ৪৯টি ও বেসরকারি হাসপাতালে আছে ১২৪টি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউইকেন্ডের সঙ্গে প্রেম করছেন জোলি?
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় ২শ ৬২ জনকে জরিমানা