জেএম সেন হলে রাস উৎসবের প্রস্তুতি

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে এক সভা গত ১২ নভেম্বর রহমতগঞ্জস্থ পরিষদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। সলিল কান্তি গুহের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুজিত কুমার বিশ্বাস, অ্যাড. চন্দন তালুকদার, লায়ন পিন্টু দাশগুপ্ত, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, তাপস কুমার নন্দী, শৈবাল দাশ সুমন, লায়ন দিলীপ কুমার ঘোষ প্রমুখ। সভায় আগামী ১৮ নভেম্বর থেকে চারদিনব্যাপী জেএম সেন হলে শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানমালা সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রাক্তন ট্রাস্টি প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্রের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবৃহত্তর চট্টগ্রামে বিশটি ক্যাম্প পরিচালনা করবে লায়ন্স ক্লাব