বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রামের উদ্যোগে লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান উৎসব উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প জেএম সেন প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয়। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাড. চন্দন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন রতন আচার্য্য, শিবু প্রসাদ দত্ত, অসিত সেন, অধ্যাপক ভবরঞ্জন বণিক, সজল দত্ত, পিন্টু দত্ত তমাল, উত্তম কুমার শীল, বাপ্পী নন্দী, প্রিয়তোষ ঘোষ রতন, নিউটন বৈদ্য রাজু প্রমুখ। এতে প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. জয়া দেবী,ডা. রিনি ধর, ডা. মোহন দাশ, ডা. সানি দেবনাথ, ডা. দিপু রায়, ডা. রিয়েল সরকার, ডা. শ্যামল সেন, ডা. অদিতি পাল ,ডা. পুলক বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. অপূর্ব ধর, রাসেল ধর, সজীব মুখার্জী, প্রিয়া পাল। প্রেস বিজ্ঞপ্তি।