জীবন সুন্দর, জীবন ভালোবাসি
মায়ের স্তনে মুখ রেখে
শিশুর নরম মুচকি হাসি,
পৃথিবীর সব সৌন্দর্য সেথা মলিন– বাসি।
জীবন রোমাঞ্চকর, জীবন ভালোবাসা
চাঁদের সাপে যুগলের মন ভেজা,
বৃষ্টির গানে ছন্দ মেলানো,
ধোঁয়া ওঠা কাপে তরুণীর
আলতো ঠৌট রাখা।
জীবন এক দায়িত্বের বোঝা,
দিনশেষে হিসাব–নিকাশের খাতা
পুরুষ নারীর ভাবনার ফসল
ভাবি সময়ের আঁকিত রূপরেখা।
জীবন সুন্দর, জীবন ভালোবাসা
বৃদ্ধ বয়সীর খুঁক খুঁক কাশা
একটু স্নেহ, একটু আদর
দুচোখে তৃষ্ণা মাখা।
জীবন সরল, জীবন অপরূপ
ঐশ্বর্য–আশীর্বাদ,
সমস্ত ভালো–মন্দের সহজ এক সমীকরণ;
ভালোটুকুই জীবন, ভালোটুকুই গ্রহণ
মধুর–স্বপ্ন মিলনের সন্ধিক্ষণ।