জিয়ার রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেওয়া হবে আত্মহননের সামিল

জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সভায় বক্তারা

| সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে গতকাল রোববার ঘাটফরহাদবেগস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই খেতাব প্রাপ্ত ছিলেন। তিনি শিক্ষাজীবনে ও কর্মজীবনে যে সমস্ত খেতাব অর্জন করেছেন তা বাংলাদেশের ইতিহাসে আর কারো নেই। স্বাধীনতা সংগ্রামের পর তিনি সর্বোচ্চ খেতাবে ভূষিত হন। তা আজ কেউ কেড়ে নিতে চাইলে তা হবে আত্মহননের সামিল। প্রধান বক্তা শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন বলেন, শহীদ জিয়া ছিলেন শ্রমিকবান্ধব এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে অবিচল। সভায় বক্তব্য রাখেন কাজী শেখ নুরুল্লাহ বাহার, মো. রফিকুল ইসলাম, আবদুল মান্নান, মো. ফরিদ উদ্দিন, মো. ফরিদ মিয়া, মো. ইয়াছিন, মো. ইউছুফ প্রমুখ। সভা শেষে বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মাদক বিরোধী সেমিনার
পরবর্তী নিবন্ধঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস