ফটিকছড়িতে মাদক বিরোধী সেমিনার

| সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং-সহ সামাজিক অনাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নৈতিকতার অবক্ষয় রোধে আমাদের করণীয় শীর্ষক সেমিনার গত শুক্রবার বিকেলে সমিতিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাফেজ ফরহাদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি মাস্টার খোরশেদুল আলম, উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা আবুল মনছুর। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডিএম আরুছুর রহমান। মিজানুর রহমান মুন্নার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী সুমন, নাজিম খাঁন মেম্বার, মাওলানা জহুরুল আলম, শহীদুল্লাহ চৌধুরী, এস এম নজরুল ইসলাম, নুরুল আবছার, মুহাম্মদ পারভেজ, তারেক আলম, শেখ আলাউল মোরশেদ, হাসান উদ্দীন কুতুবী, আজিজুর রহমান, আবু নাসের মুন্না, মানিক, মুহাম্মদ আলাউদ্দীন, রিদুয়ান সিদ্দিকী, রেজাউল করিম, শয়ন কুমার দে, আনিসুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের তরুণরাই ভবিষ্যতে সমাজে নেতৃত্ব দিবে। কিন্তু বর্তমানে অধিকাংশ তরুণ বিপথগামী। এই তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে সুশীল সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। রাজনৈতিক নেতৃত্বের ছত্রছায়ায় অনেক তরুণ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা সমাজে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে। রাজনৈতিক এই দুর্বৃত্তায়ন মোকাবেলা করতে গণকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করতে হবে। এর জন্য প্রয়োজন যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব।

পূর্ববর্তী নিবন্ধকুসুমবাগ আবাসিক এলাকায় ড্রেন পরিষ্কার কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধজিয়ার রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেওয়া হবে আত্মহননের সামিল