চট্টগ্রাম–৬ রাউজান আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে গতকাল শুত্রবার বিকালে নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম কবরে শ্রদ্ধা নিবেদন করতে গেলেন সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এর আগে তিনি গহিরার নিজ বাড়ির মসজিদে জুমা’র নামাজ আদায় করেন। কবরস্থানে শায়িত মা–বাবা, বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীসহ মৃত স্বজনদের জেয়ারত করেন। জানা যায়, এদিন সকাল থেকে এই নেতাকে শুভেচ্ছা জানাতে গহিরার চৌধুরী বাড়িতে শত শত নেতাকর্মী সমবেত হন। এসময় গিয়াস কাদের চৌধুরী আবেগ আফ্লুত হয়ে পড়েন। নির্বাচনের জন্য ধানের শীষ প্রতীক তার হাতে দেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিকালে শত শত নেতাকর্মীরা প্রার্থী গিয়াস কাদের চৌধুরীর নেতৃত্বে বিশাল শোডাউন করে রাঙ্গুনিয়ার জিয়া নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রথম কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নেতার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহমদ, হাবিবুল্লাহ মাস্টার, সৈয়দ মঞ্জুরুল হক, রেজাউল রহিম আজম, সৈয়দ তৌহিদুল আলম, সামশুল হক বাবু, নুরুল আবসার, নুরুল আলম, আয়ুব খান জনি, সাবের সুলতান কাজল, সরোয়ার খান মঞ্জু, আবুল কাসেম রানা, মোজাম্মেল হক, আজিজুল হক, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ ইউছুফ তালুকদার, মোহাম্মদ শাহ্জান শাকিল, ছোটন আজম, তছলিম উদ্দিন ইমন, মোহাম্মদ আরিফুল ইসলাম, একরাম মিয়া, মোহাম্মদ আলী সুমন, মানিক মিয়া চৌধুরী প্রমুখ।










