জিপিওর আরো দুই কর্মকর্তা বরখাস্ত, ২২ জন বদলি

৩০ কোটি টাকা আত্মসাৎ ঘটনা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:১২ পূর্বাহ্ণ

প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ৩০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিস (জিপিও) আরও দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আগেও দু’জন কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। এ ছাড়া ২২ জনকে বদলি করা হয়েছে বলেও সূত্র নিশ্চিত করেছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, সহকারী পোস্ট মাস্টার টিআই সাইফুল ইসলাম, সহকারী পোস্ট মাস্টার নিপুল তাপস বড়ুয়া। সূত্র জানিয়েছে, জিপিওতে গড়ে ওঠা সংঘবদ্ধ একটি চক্র গত পাঁচ বছরে নামে-বেনামে অ্যাকাউন্ট খুলে গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত করতে নেমে দুর্নীতি দমন কমিশন (দুদক) ১০টি হিসাবে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায়।
চক্রটি একজনের ছবির সঙ্গে আরেকজনের তথ্য দিয়ে জিপিওতে হিসাব খুলেছিল। ২০২০ সালে জিপিওতে রাখা বিভিন্ন গ্রাহকের আমানতের ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে পিলে চমকানো তথ্যগুলো বেরিয়ে আসে। এ সব ঘটনা উদঘাটনের পর ২০২০ সালে জিপিও’র সহকারী পোস্টমাস্টার নুর মোহাম্মদ ও সরোয়ার আলমকে আটক করা হয়। পরে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এ সব ঘটনায় সর্বশেষ গত বুধবার সহকারী পোস্ট মাস্টার টি আই সাইফুল ইসলাম ও নিপুল তাপস বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় আরও ২২ জনকে বদলি করা হয়েছে। জিপিও পোস্টমাস্টার জেনারেল ড. নিজাম উদ্দিন বিষয়টি স্বীকার করেছেন। এর আগে গত বছরের ২৪ নভেম্বর জাল জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম জিপিওর ৩ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার আসামিরা হলেন চট্টগ্রামের মো. রফিকুল ইসলাম, শামীম, ওয়াহিদুল আলম, মশহুদা বেগম, আহমেদ নুর ও তসলিমা বেগম নার্গিস।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা !
পরবর্তী নিবন্ধদুজনকে খুন করে চালক বেশে ২০ বছর আত্মগোপন