জাফর-সালাহউদ্দিনসহ ৩৫ জনের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৫ অক্টোবর, ২০২৪ at ৪:১৫ পূর্বাহ্ণ

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার(চকরিয়াপেকুয়া) আসনের একটি ভোটকেন্দ্রে বিএনপি কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগে পেকুয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে রুজুকৃত এই মামলায় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, দলের জেলার সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, টৈটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বাবুলসহ ৩৫ জনকে। মামলাটি রুজু করেন টৈটং ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুর রহিম। ইতোমধ্যে পুলিশ এই মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে হামলার শিকার হন আব্দুর রহিম। তিনি বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীকের এজেন্ট ছিলেন বলেও এজাহারে উল্লেখ করেন। তৎসময়ে এই ঘটনায় থানায় অভিযোগ করা হলেও মামলা নেয়নি পুলিশ।এজাহারে বলা হয়, ভোট চলাকালীন দুপুরে সাবেক সংসদ সদস্য জাফর আলম (প্রার্থী) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাদীকে হত্যার উদ্দেশ্যে দা, রড ও লাঠি দিয়ে রক্তাক্ত জখম করে। এরপর তারা ভোটকেন্দ্র দখল করে ভোট কেটে নেয়।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার এজহারনামীয় চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী জামায়াতের কর্মপরিষদের বৈঠক
পরবর্তী নিবন্ধ২৪ ও ২৫নং ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল ও সভা