মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলার ১৭ নম্বর জাফতনগর ইউনিয়ন পরিষদ এবং জাফতনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তকিরহাট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম। প্রধান অতিথি ছিলেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী। বক্তব্য রাখেন, আওয়ামী লীগ উপ-কমিটির শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মাহমুদ সালাহ উদ্দীন, প্রফেসর ড. আ ফ ম আওরঙ্গজেব মঞ্জু, প্রকৌশলী অধ্যাপক এম আলী আশরাফ, আল্লামা সৈয়দ মছিউদ্দৌলা, অধ্যাপক ডা. কল্যাণ কুমার বড়ুয়া, ক্যাপ্টেন মো. আবু সুফিয়ান, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাইদ ইরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সংবর্ধিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।