মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে চেরাগী পাহাড় মোড়ে শ্রমিক নেতা মো. রিয়াজের সভাপতিত্বে গত ১৯ সেপ্টেম্বর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। তিনি মোহাম্মদ নুরুল ইসলামের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নুর মোহাম্মদ চৌধুরী, কার্ত্তিক শীল, মো. ইসমাইল, মো. খোকন, উত্তম, মো. রফিক, আলী হোসেন হাসান, নুর হোসেন বুলু, মো. আরিফ উদ্দিন, মো. শাহাজাহান, মো. রাশেদ, মো. আমির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।