কাশিয়াইশে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে

ভাণ্ডারগাঁওয়ে পাকা সড়ক উদ্বোধনে হুইপ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১১:১৩ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে বিচ্ছিন্ন জনপদ এখন সহজ যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে। সেতু ও পাকা সড়ক নির্মিত হয়ে এ এলাকা এখন শহরে পরিণত হচ্ছে। এ ইউনিয়নে ১শ কোটি টাকার বেড়িবাঁধসহ রাস্তাঘাট, সেতু, ইউপি ভবন, স্কুলসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এক সময় ইউনিয়নের মানুষকে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হতো। এখন আর সেই বাঁশের সাকো দেখা যায় না। সেখানে বড় ছোট ব্রিজ, সেতু দিয়ে মানুষ চলাচল করে। মাটির কাঁচা রাস্তাগুলো ব্রিক সলিং, আরসিসি দ্বারা পাকাকরণ করা হয়েছে।
তিনি গত শনিবার উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভাণ্ডারগাঁও বাকখাইন ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার সড়কের পাকাকরণ কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইউনিয়ন আ. লীগ সভাপতি জহির আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইনামূল হাছান, উপজেলা আ. লীগ সভাপতি আকম সামশুজ্জমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, প্রদীপ দাশ, কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আশিয়া ইউপি চেয়ারম্যান এমএ হাশেম, ছগীর আহমদ চৌধুরী, হাবিবুল হক চৌধুরী, মুজিবুল হক চৌধুরী নবাব, নাজিম উদ্দিন পারভেজ, অ্যাড. বেলাল উদ্দিন, মোজাম্মেল হোসেন রাজধন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শ্রমিক লীগের মানববন্ধন
পরবর্তী নিবন্ধসদরঘাট থানা মৎস্যজীবী লীগের কর্মীসভা