জাতীয় শোক দিবসে পটিয়ায় ১৫ হাজার মানুষের গণভোজ

উপজেলার ১৪ স্পটে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠেয় এ কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সকাল ৭টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং উপজেলা মসজিদে কুরআন খতম ও মিলাদ মাহফিল, বিকেল ৩টায় পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা ও রাতে ১৫ হাজার মানুষের জন্য ‘গণভোজ’ এর আয়োজন করা হয়েছে। এর জন্য ইউনিয়ন ভিত্তিক পরিবহন সুবিধা রাখা হবে। উপজেলার ভেল্লাপাড়া থেকে শুরু করে ১৪টি স্পটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে।

আগামীকাল ১৫ আগস্ট (মঙ্গলবার) ১৫ হাজার মানুষের জন্য রাতে গণভোজের আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে ভাড়া করা হয়েছে ৭টি কমিউনিটি সেন্টার। গণভোজে মুসলিমদের জন্য গরুর মাংস ও ডাল ভাত এবং হিন্দু বৌদ্ধসহ অন্যান্য ধর্মাম্বলীদের জন্য রয়েছে খাসীর মাংস ও ডাল ভাত।

সাতটি কমিউনিটি সেন্টারকে ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য ভাগ করা হয়েছে। এর মধ্যে পশ্চিম পটিয়ার সাতটি ইউনিয়নের মুসলিমদের জন্য রাতে সুগন্ধা কমিউিনিটি সেন্টার ও হিন্দুদের জন্য অপসরী কমিউনিটি সেন্টারে এ গণভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে মুসলিমদের জন্য গাজী কনভেনশন সেন্টার, কর্ণফুলী কমিউনিটি সেন্টার, কমলমুন্সির হাট এলাকায় ফোর স্টার ও এস এম কমিউনিটি সেন্টার এবং হিন্দু বৌদ্ধসহ অন্যান্য ধর্মাম্বলীদের জন্য পৌরসদরের খাজা কমিউনিটি সেন্টার বুকিং দেয়া হয়েছে।

বিকেলে উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা থাকবেন দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য রাখবেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরীসহ জেলা ও থানা আ’লীগের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে পটিয়া প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এতে পটিয়ায় জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচির বর্ণনা দেন পটিয়া উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা আ’লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু প্রমুখ প্রমূখ।

এতে নেতৃবৃন্দ বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়ায় ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। ওইদিন বিভিন্ন কর্মসূচির পালন ছাড়াও রয়েছে উপজেলার ভেল্লাপাড়া থেকে শুরু করে ১৪টি স্পটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে। এবারের শোক দিবসের প্রধান দাবি থাকবে বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে তাদের ফাঁসি কার্যকর করা।

পূর্ববর্তী নিবন্ধচার মাস আগে স্বামী হারালেন এবার হারালেন ঘর
পরবর্তী নিবন্ধডিম আমদানি চান বাণিজ্যমন্ত্রী, অমত প্রাণিসম্পদমন্ত্রীর