বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা। থানা–জেলা–বিভাগ হয়ে জাতীয়ভাবে অংশ নিয়ে থাকে প্রতিযোগীরা। আমরা দেখছি একই প্রতিযোগী পরপর কয়েক বছর জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হচ্ছে। তাই বলতে চাই, এতে যে শিশু এক বা একাধিক বিষয়ের উপর অংশগ্রহণ করে একবার জাতীয় চ্যাম্পিয়ন পুরস্কার বিজয়ী হয়েছে, সে শিশুকে পরবর্তী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বিষয়টিতে অংশ গ্রহণ করার সুযোগ না দিয়ে নতুনদের সুযোগ করে দেয়া উচিত। একই সাথে অনুরোধ করবো চ্যাম্পিয়ন হওয়া বিষয় ছাড়া তাকে যেনো অন্যান্য বিষয়গুলোতে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়।












