জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার সেলাই কাটিং ও এমব্রয়ডারি প্রশিক্ষণ কার্যক্রমের ৬২তম ব্যাচের ক্লাসের উদ্বোধন গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। এতে সভাপতিত্ব করেন জেলা সদস্য কল্পনা লালা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরুল হায়দার। অতিথি ছিলেন অ্যাডভোকেট পাপড়ী সুলতানা, শিক্ষক আঞ্জুমান আরা, সঞ্চিতা বড়ুয়া, হাসিনা মমতাজ, জাহান আরা নাজনীন, শাহানা পারভীন, জহিরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নেতৃত্বে বিশ্বের রোল মডেল। বর্তমানে নারীরা স্ব স্ব পেশায় সুপ্রতিষ্ঠিত। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা হয়ে আত্ননির্ভরশীল হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।