জাতীয় চার নেতার স্মরণে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার এনামুল হক বাবলুর উদ্যোগে, শেখ জামাল স্মৃতি পরিষদের ব্যবস্থাপনায় দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ঘাতক চক্র ৩ নভেম্বর চার নেতা – সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকার কারাগারে হত্যা করে এদেশ থেকে স্বাধীনতার পতাকাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, মহিউদ্দিন সওদাগর, নিজাম উদ্দিন রিজভী, শহিদুল ইসলাম রিপন, কাজী মামুনুর রশীদ বাবু, মোঃ ফুয়াদ উদ্দিন, জসিম উদ্দিন, মাসুম আক্তার, যুবলীগ নেতা সোহেল আহমেদ, মোঃ সিরাজুল আমিন বাবু, ছাত্রলীগ নেতা আবির আহমেদ। আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।