জাতিসংঘের সহকারী মহাসচিব, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সহকারী প্রশাসক ও দক্ষিণ এশিয়া এবং প্রশান্ত অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিসেস কানি উইগনারাজার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গতকাল সোমবার সকালে প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং ১৭ নং, ২০ নং ক্যাম্পের (এক্স), ক্যাম্প –৪ (এক্স.) এবং কুতুপালং রেজিস্টার ক্যাম্পে পৌঁছান। প্রতিনিধি দলের অন্য পাঁচ সদস্য হচ্ছেন– ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেলান লিলার, কৌশলগত যোগাযোগ ও আউটরিচ বিশেষজ্ঞ কীর্তিজাই পাহাড়ি, ইউএনডিপি কক্সবাজার সাব–অফিস প্রধান কেস্তা সুগিমোতো, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম ও ভিডিওগ্রাফার কনসালটেন্ট রাগীব আহসান শামরাত।
এ সময় প্রতিনিধি দলটির সাথে ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, ১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল এবং সহ–অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।
প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আওতাধীন এনজিও ফোরাম পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেখানে থাকা কর্মকর্তা–কর্মচারীদের সাথে সৌজন্যে সাক্ষাত করেন ও সেখানকার কার্যক্রম সম্পর্কে অবগত হন। তারা বিভিন্ন প্রকল্পের অধীনে নির্মিত শেলটারগুলো ঘুরে দেখেন ও রোহিঙ্গাদের ঘরে ঢুকে তাদের জীবনযাপনের মান সম্পর্কে খোঁজ খবর নেন। তারা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের প্রশংসা করেন বলেও জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।