জাতির জনক শেখ মুজিবুর
তোমাকেই মনে পড়ে
তুমি জেগে থাকো আমাদের বুকে
বাঙালির ঘরে ঘরে।
তোমার জন্য মুক্ত এদেশ
স্বাধীন জন্মভূমি
তুমি আমাদের মুক্তির দূত
তোমার তুলনা তুমি।
তোমার স্মরণে শিল্পীরা গান
গেয়ে যায় সুরে সুরে
তুমি আছো মিশে বাঙালির মনে
যাওনি হারিয়ে দূরে।
স্বাধীনতা আজ এনে দিলে বলে
হলে যে সবার মিতা
যুগ যুগ ধরে তুমি মহিয়ান
বাঙালি জাতির পিতা।