নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে আসা দর্শক, সাংবাদিক ও মাঠকর্মীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হিমশিম খাচ্ছে। খেলা চলাকালীন সময়ে নামাজের সময় হলেও নাজাজ আদায় করতে পারছে না।
স্টেডিয়ামের ভিতর কোনো অজুখানা, এবাদতখানা বা মসজিদ না থাকার কারণে মুসলিম ধর্মাবলম্বীদের বেশ অসুবিধায় পড়তে হয়। তাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্রুত এবাদতখানা বা মসজিদ স্থাপনের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
আব্দুল হান্নান
পাহাড়তলী, চট্টগ্রাম।