জলাবদ্ধতা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন দাবি

নাগরিক ফোরামের সংবাদ সম্মেলন

| বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামবাসীর প্রাণের দাবি জলবদ্ধতার নিরসন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব মো. কামাল উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমদ, কলামিস্ট নেছার আহমদ, দোকান মালিক ফেডারেশনের সভাপতি সালামত আলী, নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান হাসিনা জাফর, ভাইস চেয়ারম্যান নুর আলী, মোহাম্মদ ফোরকান, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাপুর রহমান, অধ্যক্ষ মো. আলমগীর, এজিএম জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন, আকরাম হোসেন, তসলিম খাঁ, আনিস খোকন, মো. রাকিব, লাভলি ডিও, তানিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জলবদ্ধতার কারণে চাক্তাই খাতুনগঞ্জে ২০০৫ সাল থেকে অন্তপক্ষে ৫ হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও জলবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। জনবান্ধব শহর করার জন্য জলবদ্ধতা নিরসনের বিকল্প নেই। এ যাবত জলাবদ্ধতার মেগা প্রকল্পের যতটুকু কাজ হয়েছে সিডিএ যেন অবশ্যই তার একটা বিবরণ নগরবাসীর কাছে প্রকাশ করেন। আগামী বছরের মধ্যে বাদবাকি কাজ অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে শেষ করতে হবে। জলাবদ্ধতা প্রকল্পের কাজ দ্রুত গতিতে বাস্তবায়ন দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ১৮ ব্যবসা প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধএবার পিকআপের দরজার প্যানেলে ৬ হাজার ইয়াবা