জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মালামালসহ চোর আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পে ঠিকাদারের মালামাল চুরির অভিযোগে চোরাই পণ্যসহ মো. নুরুল আমিন ওরফে রুবেল (৩০) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বন্দর থানার ৫ নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহরের মাইজপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেড। মঙ্গলবার রাতে প্রকল্পের বেশ কিছু মালামাল চুরি হয়। পরে এসব মালামাল পাশের একটি ভাঙারির দোকানের সামনে পিকআপে ভর্তি অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত ভাঙারি দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি হওয়া মেশিনারিজ ও লোহা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম দেশের শ্রেষ্ঠ কেন্দ্র নির্বাচিত
পরবর্তী নিবন্ধফোর্বসের অনূর্ধ্ব ৩০ তালিকায় ৭ বাংলাদেশি