ফোর্বসের অনূর্ধ্ব ৩০ তালিকায় ৭ বাংলাদেশি

| শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:০৫ পূর্বাহ্ণ

৩০ বছরের কম বয়সী সাত বাংলাদেশিভোক্তা প্রযুক্তি; মিডিয়া, বিপণন ও বিজ্ঞাপন; এবং সামাজিক প্রভাব এ তিনটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের এশিয়ার ৩০ অনূর্ধ্ব ৩০২০২৩ তালিকায় স্থান পেয়েছেন। খবর বাসসের।

তালিকায় যাদের নাম এসেছে তারা হলেন : মিডিয়া, বিপণন ও বিজ্ঞাপন ক্যাটাগরির অধীনে মার্কোপোলো.এআইএর প্রতিষ্ঠাতা তাসফিয়া তাসবিন ও রুবাইয়াত ফারহান, রিল্যাক্সিএর সহপ্রতিষ্ঠাতা জাহ্নবী রহমান; এবং সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরির অধীনে টার্টল ভেঞ্চার স্টুডিওর প্রতিষ্ঠাতা আনোয়ার সায়েফ ও শরাবন তহুরা এবং যাত্রীর প্রতিষ্ঠাতা আজিজ আরমান ও কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে অ্যাগ্রোশিফট টেকনোলজির সহপ্রতিষ্ঠাতা দীপ্ত সাহা।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসন প্রকল্পের মালামালসহ চোর আটক
পরবর্তী নিবন্ধ২৩ মে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী