সারাদেশে ভূমির ডিজিটাল জরিপ হওয়ার পর পরিমাণে গড়মিল পেলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ম্যাপ দেখেই আপত্তি জানানো যাবে বলে জানিয়েছেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পটুয়াখালী ও বরগুনা জেলার ১৪টি উপজেলায় বাংলাদেশ ডিজিটাল জরিপের (বাংলাদেশ ডিজিটাল সার্ভে-বিডিএস) উদ্বোধন করে তিনি এ কথা বলেন। গতকাল বুধবার পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মাঠে এ জরিপের পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়।
প্রচলিত ভূমি জরিপে যেখানে ২০ থেকে ২৫ বছর লাগে, সেখানে খুব অল্প সময়ে ডিজিটাল জরিপ সম্ভব হবে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, এই জরিপ শুরুর সাথে সাথে খসড়া ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেওয়া হবে। খবর বিডিনিউজের।
ভূমিমন্ত্রী আরো বলেন, যাতে জমির মালিক পৃথিবীর যে কোনো স্থান থেকে তার জমির ম্যাপ দেখে জমির পরিমাণ কমবেশি হলে সাথে সাথে আপত্তি দাখিল করতে পারেন। তিনি আশা করেন, ডিজিটাল জরিপে যাবতীয় তথ্য ডিজিটাল ও নির্ভুল হওয়ায়, জরিপে স্বচ্ছতা আসবে, মামলা মোকদ্দমা কমে আসবে, সেইসঙ্গে জনগণের ভোগান্তিও কমে আসবে।
ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মতো সর্বাধুনিক ফোর্থ জেনারেশন সার্ভে ড্রোনের মাধ্যমে ডিজিটাল জরিপের পাইলটিং পটুয়াখালী থেকে শুরু হচ্ছে। বিডিএস পাইলটিং-এর ম্যাপ তৈরির জন্য পরীক্ষামূলকভাবে প্রথমবার ডিজিটাল ভূমি জরিপ কাজে সক্ষম বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, তবে জরিপের খতিয়ান প্রস্তুত এবং মালিকানা নির্ণয় পর্যায়ের কাজ সরকারিভাবেই করা হবে। ভূমি সচিব মোস্তাফিজুর রহমান জানান, বিডিএস ম্যাপে জমির পরিমাণ, জমির আইলের দৈর্ঘ্য, প্রস্থ, আকার সম্পর্কে জানা যাবে। এই জরিপে তৈরি ম্যাপটিতে সেন্টিমিটার পর্যন্ত ভূমি পরিমাপের নির্ভুলতা থাকবে।