অভিনেতা হিসেবে নাসির উদ্দিন খানের উত্থান বেশ চকমপ্রদ। ‘মহানগর’, ‘সিন্ডিকেট’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ বা ‘পরাণ’, ‘হাওয়া’, ‘প্রহেলিকা’র মতো কাজগুলো তাকে নিয়ে গেছে মানুষের কাছাকাছি। বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন এই অভিনেতা। তার অভিনয় দক্ষতা তাকে নিয়ে ছুটছে অন্য রকম অবস্থানের খোঁজে। এবার ওটিটি প্ল্যাটফরম টফি’র বিজ্ঞাপনে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় প্রথমবারের মতো কাজ করেছেন নাসির। টফি’র ছয়টি বিজ্ঞাপনে ছয়টি ভিন্ন রূপে দেখা যাবে এই অভিনেতাকে। নতুন বিজ্ঞাপনগুলোতে বিভিন্ন চমকপ্রদ চরিত্রের মাধ্যমে টফি’র বিভিন্ন ফিচারকে উপস্থাপন করতে দেখা যাবে নাসির উদ্দিন খানকে।
ইতিমধ্যে ওয়েবসিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি অর্জন করলেও দেশের চলচ্চিত্র ও বিজ্ঞাপন জগতের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় এবারই প্রথম দেখা যাবে অভিনেতাকে। এ প্রসঙ্গে নাসির উদ্দিন খান বলেন, অনেকদিন পর হিউমারাস রুটে ৬টা বিজ্ঞাপনের একটা সিরিজ করে ভীষণ আনন্দ পেলাম। ছয়টা ভিন্ন চরিত্রে আমাকে দেখা যাবে। টফি’র মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা নাসির উদ্দিন খানকে আমাদের অগ্রযাত্রার অংশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি, বিজ্ঞাপনের মাধ্যমে টফি’র বিভিন্ন সুবিধা সম্পর্কে দর্শকরা আরও সুস্পষ্টভাবে জানতে পারবেন।












